নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর ব্রহ্মপুত্র নদ থেকে পারভেজ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে হরিহরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মুছারচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সোমবার বিকেলে সাদা পোশাকে পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পালিয়ে যায়। তাদের দেখে ভয়ে পারভেজও নদে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়।

তারা আরও জানায়, দুপুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শেখ ফরিদ/এমএসআর