বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল চুরির অভিযোগে চালক বরখাস্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের একটি বাস থেকে তেল চুরির অভিযোগে চালক খান মাছুমুল হক সেলিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ কার্যদিবস সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত এ সিদ্ধান্ত সংক্রান্তপত্র রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
খুবি সূত্রে জানা যায়, ২৯ আগস্ট দুপুরে নগরীর গল্লামারী এলাকার একটি তেলের পাম্পে বাসটি ওয়াশ করার সময় তেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনা দ্রুত আমলে নিয়ে বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এমএসআর