বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম (বামাশিকফো) নরসিংদী জেলার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ মিলনায়তনে জেলা সম্মেলনে উপস্থিত অধিকাংশ শিক্ষকদের মতামতের ভিত্তিতে শেখেরগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এখলাছ উদ্দিনকে সভাপতি এবং সিরাজনগর উম্মুল কোরা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মো. হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ মো. এখলাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজই। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জয়নাল আবেদিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নাজমুল হাসান।

সভায় প্রধান বক্তা দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বর্তমান সরকারের সময়ে প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মাদরাসা জাতীয়করণ করা হয়নি। তিনি মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান। 

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়, পোষাক ক্রয় ও মিডডে মিলের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একই লেভেলের মাদরাসার ইবতেদায়ী শিক্ষার্থীদের এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এ বৈষম্য চলতে পারে না। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসার ইবতেদায়ী শিক্ষার্থীদের এসব সুযোগ-সুবিধা দেওয়ার জোর দাবি জানান।

তিনি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ঘোষিত জাতীয় প্রেসক্লাবের সামনে ১৯ সেপ্টেম্বর-২০২১ অনুষ্ঠিতব্য মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুছ ছাত্তার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসন, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, অধ্যক্ষ মোঃ শিব্বির আহমদ, আব্দুল কাদের, বাবেশিকফোর কেন্দ্রীয় সহ সভাপতি তোফাজ্জল হোসেন ও যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম প্রমুখ।

এসএসএইচ