মায়ের সঙ্গে বাড়ি ফেরা হলো না জেবামনির
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেবামনি নামে এক শিশু নিহত হয়েছে। মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় রিকশাভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে প্রাণ হারান পাঁচ বছরের এ শিশু।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকেবদরগঞ্জ-নাগেরহাট সড়কের পৌরশহরের বটপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
নিহত জেবামনি উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর ডাক্তারপাড়া গ্রামের জিলন মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ বাজার থেকে রিকশাভ্যানে করে শিশু জেবামিনকে সঙ্গে নিয়ে মা কুলসুম বেগম নিজ বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে পৌর শহরের বটপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিকে আসা একটি চার্জার অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিজ্ঞাপন
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটির পরিবার থেকে কোনো অভিযোগ দেয়নি। দুর্ঘটনার পর চালক দ্রুত গাড়ি নিয়ে সটকে পড়েন।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর