নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ১২ বোর শর্টগানের ৩টি কার্তুজ, নগদ সাড়ে ৭ হাজার টাকা, তিনটি সিম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট ) রাতে হাতিয়া থানার বার আউলিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলো হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শূন্যেরচর গ্রামের আব্দুল হকের ছেলে সোহরাব উদ্দিন (৩২) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আবুল কালামের ছেলে ইব্রাহীম (৩৭)।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১০টায় গ্রেফতারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন র‍্যাব ১১ এর উপসহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আসে অস্ত্রসহ একদল সন্ত্রাসী বার আউলিয়া বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার রাতে আমরা সেখানে অভিযান পরিচালনা করলে অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে আটক করি। তাদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ২ ডাকাতকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হাসিব আল আমিন/এমএসআর