প্রেমের বিয়ের দুই মাসে কিশোরী লাশ
পটুয়াখালীর কুয়াকাটায় সাথী আক্তার (১৭) নামে এক নববধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী জাহিদুল ইসলামকে (২৭) জিজ্ঞাসাবাদরে জন্য আটক করেছে পুলিশ।
সাথী আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।
বিজ্ঞাপন
হারুন সরদার জানান, দুই মাস আগে সাথী পরিবারের কাউকে না জানিয়ে জাহিদুলকে বিয়ে করে। বিয়ের পর থেকেই জাহিদুল তাকে বিনা কারণে অত্যাচার করত। মারা যাওয়ার আগে সাথী তার ডায়েরিতে স্বামীর অত্যাচারের কাহিনী লিখে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
কাজী সাঈদ/এসপি