পাবনায় ডাকাত চক্রের ৪ সদস্য আটক
পাবনার সাঁথিয়ায় আটক ডাকাত দলের চার সদস্য
পাবনার সাঁথিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত ১টি অ্যাম্বুলেন্স, ১টি চাকু, ১টি চাপাতি, ১টি মুখোশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া-ধুলাউড়ি সড়কের পার-গোপালপুর চার রাস্তার মোড়ে শনিবার দিবাগত রাতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক দল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান।
বিজ্ঞাপন
আটক ডাকাত সদস্যরা হলেন মুনসুর রহমান ওরফে চুটুরী (৩১), ওয়াসিম প্রামাণিক (২৯), আজমত আলী (৪০), দুলাল মীর (৪৫)। আরও চার-পাঁচজন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা হয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে
বিজ্ঞাপন
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক আসিফ গুরুতর আহত হন। তিনি সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে মুনসুর রহমান ওরফে চুটুরী ডাকাত দলের সরদার। ঘটনাস্থল থেকে ১টি অ্যাম্বুলেন্স, ১টি চাকু, ১টি চাপাতি, ১টি মুখোশ উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা হয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজমতের বিরুদ্ধে ৩টি ও মুনসুর রহমানের বিরুদ্ধে আগেও ৪টি মামলা রয়েছে। তারা প্রায়ই এলাকায় ও এলাকার বাইরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে থাকেন বলে জানান ওসি।
এনএ