মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই পুলিশের
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী সড়কের খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানার ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। তারা হলেন হাতীবান্ধা থানার ডিএসবি শাখার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম একই মোটরসাইকেলে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন।
খানের বাজার পৌঁছালে পাথরবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়েন দুই পুলিশ সদস্য। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
বিজ্ঞাপন
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।
এএম