হাওরে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, কিশোর নিখোঁজ
ফাইল ছবি
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নৌকা ডুবে শামীম মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোর নিখোঁজ রয়েছে।
নিহত শামীম মিয়া উপজেলার প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে। একই গ্রামের মাস্টার আলীর ছেলে জয় বাদশা (১৫) নিখোঁজ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের পাঁচ জেলে নৌকাযোগে রোববার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মৃগা হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে ঝড়ে নৌকাটি ডুবে যায়। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মৃগা হাওরে তাদের খোঁজাখুঁজি করে। সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। তবে কিশোর জয় বাদশা এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/আরএআর
বিজ্ঞাপন