সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের এসএসসি ৯৯ ব্যাচের ক্লাব উদ্বোধন
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে দুটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) জিআর ইনস্টিটিউশনের গঙ্গাবাসী অডিটোরিয়ামে ক্লাব দুটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের এসএসসি ৯৯ ব্যাচের ক্লাব প্রতিষ্ঠাতা ডা. মাহাবুব ঢালী, খন্দকার আরিফুল হক নয়ন, সভাপতি রবিন খান এবং ঢাকা কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান লিংকন।
বিজ্ঞাপন
সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের এসএসসি ৯৯ ব্যাচের ক্লাবের প্রতিষ্ঠাতা খন্দকার আরিফুল হক নয়ন ঢাকা পোস্টকে বলেন, এই ক্লাবের উদ্দেশ্য হলো সোনারগাঁয়ের ৯৯ ব্যাচের সকল শিক্ষার্থীকে এ গ্রুপে অন্তর্ভুক্ত করা এবং সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করা।
তিনি আরও বলেন, স্পোর্টস ক্লাবের উদ্দেশ্য সোনারগাঁয়ে উদীয়মান খেলোয়ার তৈরি করা। ভালো খেলোয়ার দিয়ে ফুটবল ও ক্রিকেটে দুটি দল গঠন করা হবে। তারা যেন জাতীয় দলে খেলার সুযোগ পান সেই লক্ষ্যে তাদের পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- সাইদুর রহমান, আবু বকর সিদ্দিক, খাইরুল আলম, স্যাম সুমন, হোসেন চৌধুরী, তানভীর হোসেন, আবু নুর ভূইয়া, মোকারম হোসেন ভূইয়া, আব্দুল্লাহ আল মামুন, মো. জহির, মোরশেদ আলম, মোশারফ হোসেন, মাজহারুল ইসলাম, ইদ্রিস আলী, ইমরান খান ও গনেশ।
শেখ ফরিদ/এসপি