সেই রিকশাচালকের পাশে ইরামন ফাউন্ডেশন
বাগেরহাটে রিকশা বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করা অসহায় কুদ্দুস আলী হাওলাদারের পাশে দাঁড়িয়েছে ইরামন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন ভ্যান তৈরির কারখানা থেকে ওই রিকশাচালককে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হয়।
এ সময় ইরামন ফাউন্ডেশনের পক্ষে বাগেরহাটের গণমাধ্যমকর্মী আলী আকবর টুটুল, মাইনুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তানজীম আহমেদ, প্রাণের বাগেরহাটের চিফ অ্যাডমিন শাওন পারভেজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে গত ১৮ আগস্ট অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টকমে ‘রিকশা বিক্রি করে স্ত্রীর চিকিৎসা, ৬ সদস্যের দিন কাটছে অনাহারে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ইরামন ফাউন্ডেশন নামে ঢাকার একটি সামাজিক সংগঠন অসহায় কুদ্দুস আলীর সহায়তায় এগিয়ে আসে।
নতুন ভ্যান পেয়ে আনন্দিত কুদ্দুস আলী হাওলাদার বলেন, কিছুদিন আগে আমার স্ত্রীর চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়ে যায়। শেষে মানুষের ধার শোধ করতে গিয়ে রিকশাটা বিক্রি করে দিই। খাবারের জন্য পাগলের মতো এদিক-সেদিক ঘুরতাম।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের সাংবাদিক আমার অসহায়ত্ব দেখে একটা নিউজ করে। তারপর ঢাকার ইরামন ফাউন্ডেশনের এক ভাই আমারে ফোন দিয়ে খোঁজখবর নেয়। আজকে আমারে একটা নতুন ভ্যান বানায়ে দিছে তারা। আমি খুব খুশি। আমার বাবা-মা, স্ত্রী-সন্তানদের আর না খেয়ে থাকতে হবে না।
গণমাধ্যমকর্মী আলী আকবর টুটুল বলেন, ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর বিষয়টি ইরামন ফাউন্ডেশনের নজরে আসে। সংগঠনটি মানবতার সেবায় এগিয়ে এসেছে। আমি তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই। এভাবে যদি সামাজিক সংগঠনগুলো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে পিছিয়ে পড়া মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারবে।
ইরামন ফাউন্ডেশনের আজীবন সদস্য জয় মিত্র জানান, তাকে নিয়ে সংবাদটি আমাদের দৃষ্টিতে আসে। পরে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে কুদ্দুস হাওলাদারকে সহযোগিতার সিদ্ধান্ত নিই। ইরামন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আকবর হায়দার ও আজগর হায়দারের সহযোগিতায় একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে উপহার দেওয়া হয়েছে। আমরা আশা করি এই ভ্যান চালিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করতে পারবেন।
তানজীম আহমেদ/এনএ