নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বাড়ির সীমানা নিয়ে বিরোধে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, সোনারগাঁ পৌরসভার দরপত গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে একই গ্রামের জাকির হোসেনের দীর্ঘ দিন বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এর জেরে রাতে জাকির হোসেনের নেতৃত্বে ফারুক হোসেন, সাব্বির আহাম্মেদ, আমির হোসেন, হামজাসহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল কাদের, তার স্ত্রী বিলকিস বেগম ও ছেলে আশরাফুলকে কুপিয়ে জখম করে। পরে তারা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আব্দুল কাদের জানান, জাকির হোসেন ও তার লোকজন আমার পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে। অপরদিকে জাকির হোসেন জানান, আব্দুল কাদেরের লোকজনই প্রথমে আমাদের ওপর হামলা চালিয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ-ফরিদ/এমএসআর