সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সহায়তার আহ্বানে সাড়া দিয়ে থাকেন অনেকেই। যার মাধ্যমে পৃথকভাবে উপকৃত হন অসহায় মানুষ। করোনাকালে এমন কিছু দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছিলেন ময়মনসিংহের ফুলপুরের গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকত। আর তাতে বেশ সাড়া মেলে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মানবিক সহায়তায় অসহায় ২০০ পরিবার পেয়েছে খাদ্যসামগ্রী।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নিম্নআয়ের মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ছয় কেজি চাল, এক কেজি মসুর ডাল, আধা লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু, এক কেজি লবণ, দুইটি করে সাবান ও একটি মাস্ক।

এ কার্যক্রমের উদ্যোক্তা গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকত বলেন, করোনাকালে দরিদ্র কিছু মানুষের সহায়তা করাই মূল লক্ষ্য ছিল। সে মোতাবেক অর্থ সংগ্রহের লক্ষ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। এর পর দেশ ও দেশের বাইরের অনেক মানবিক মানুষ সাধ্যমতো অর্থ দিয়ে কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। তাদের দেওয়া সেই টাকা দিয়ে ২০০ পরিবারের জন্য কিছু খাদ্যসামগ্রী দেওয়া হল।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কার্যক্রমের প্রধান তদারকি কর্মকর্তা ও ইউএনও শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাসার রাজন, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সহকারী অধ্যাপক শাফায়েত জামিল সাজু, প্রধান শিক্ষক জিয়াউর রহমান পান্না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, এমন মানবিক উদ্যোগের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে এমনভাবে এগিয়ে আসলে কেউ কষ্টে দিন কাটাবে না।

উবায়দুল হক/এমএসআর