সিলেটের জকিগঞ্জে বিয়ের পনেরো দিন পরই জোবেরা বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সিলেট এমওজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে।
 
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই নববধূর লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রিপন আহমদের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৫ দিন আগে পীরেরচক গ্রামের কাবির আহমদের ছেলে রিপনের সঙ্গে একই উপজেলার বারহাল ইউনিয়নের নূরনগর গ্রামের মিরাজ আলীর মেয়ে জোবেরা বেগমের (২০) বিয়ে হয়।

সকালে অসুস্থতার কথা জানিয়ে রিপন জোবেরাকে নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা জোবেরাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি। 

তুহিন আহমদ/এমএসআর