নিহতের স্বজনদের আহাজারি

বন্ধুদের সঙ্গে বরিশালের কীর্তনখোলা নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ ১২ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (সেপ্টেম্বর ৮) সকাল ১১টার দিকে তার ভাসমান লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

বরিশালের কোস্টগার্ড কমান্ডার মাসুম পারভেজ জানান, কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়। কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে পচনধরা অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, লাশটি উদ্ধারের সময় তার গায়ে চেক রংয়ের শার্ট, কালো রংয়ের জিন্সের প্যান্ট ও হাতে কালো রঙের একটি ঘড়ি ছিল। নিহতের মামা সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশটি আমার ভাগনের ফাহাদের।

বরিশাল সদর নৌথানা পুলিশের এসআই মামুন জানান, লাশটা আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে চাইলেও স্বজনরা লাশের ময়নাতদন্ত চায় না। এমন অবস্থায় জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন তারা। জেলা প্রশাসক অনুমতি দিলে আমরা লাশ হস্তান্তর করব।

উল্লেখ্য, ফাহাদ বরিশাল শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হাসানের ছেলে ও বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী। ২৭ আগস্ট বিকেলে ১০-১২ জন এসএসসি পরীক্ষার্থী ট্রলার নিয়ে নদীতে ঘুরতে বের হয়। কিছু সময় পরে ফাহাদ হাসান নদীতে পরে নিখোঁজ হয়।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর