মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হাওরের মাছের সুখ্যাতি দেশের মানুষ জানে। তাই হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি করতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। সে বিষয়ের গুরুত্ব দিয়ে কিশোরগঞ্জের হাওরে অচিরেই মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার হাওর উপজেলা মিঠামইনে উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত শেষে এসব কথা বলেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি আরও বলেন, হাওরে রুপলি সম্পদের খনি হিসেবে পরিচিত মৎস্যসম্পদ উন্নয়নে কোল্ড স্টোরেজ নির্মাণ, পরিবহন ব্যবস্থা উন্নতকরণসহ নানা কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে।

উপস্থিত ছিলেন এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, জেলা প্রশাসক শামীম আলম, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম প্রমুখ।

এসকে রাসেল/এমএসআর