নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগের সামনে কঠিন পরীক্ষা। শেখ হাসিনা মানে বাংলাদেশ। আপনার, আমার সকলের সন্তানের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছিল। আমি শামীম মরে গেলে কিচ্ছু হবে না। দুয়েকদিন কেউ কান্না করবে, আবার অনেকে খুশিও হতে পারে।

তিনি বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। এক সঙ্গে হতে হবে। কথা দিচ্ছি আপনাদের পাশে সব সময় থাকব। কিন্তু পরিবারের মধ্যে যদি মন কষাকষি থাকে সেই পরিবারে কেউ খুশি থাকে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

সোমবার সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের আগে সংক্ষিপ্ত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন শামীম ওসমান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচ এম মাসুদ দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সোমবার ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভুইয়াঁ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেখ-ফরিদ/এমএএস