ফাইল ছবি

সিলেটে নাইম আহমদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে খাদিম বিআইডিসি এলাকার লেকের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নাইম মোহাম্মদপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নাইমকে কেউ হত্যা করে মরদেহ লেকের পাশে ফেলে রেখেছে। তার পেটে, পিটে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পেয়েছি আমরা।মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

এসপি