পটুয়াখালীতে করোনায় মোট ৪০ জনের মৃত্যু
ফাইল ছবি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নিকুঞ্জ কর্মকার (৮০) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো মোট ৪০ জন। রোববার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকুঞ্জ কর্মকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তিনি ওই হাসপাতালে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করা হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী নিকুঞ্জ করোনায় আক্রান্ত ছিলেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, জেলায় নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫১ জন। সুস্থ হয়ে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ১ হাজার ৫৫৩ জন।
বিজ্ঞাপন
আরএআর
বিজ্ঞাপন