নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১০ টাকা বেশি ভাড়া চাওয়ায় অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছেন এক যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত চালক আবুল হোসেন (৩৫) ওই গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে রিকশাচালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে নিয়ে গণিপুর গ্রামে যায়। একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে তার বাগবিতণ্ডা হয়।

পরে ওই যাত্রী ১০ টাকা রিকশা ভাড়া বেশি চাওয়ার জেরে বাড়ি থেকে দা এনে রিকশাচলকের গলায় কোপ দেয়। এতে তার গলার শ্বাসনালি কিছু অংশ কেটে যায়।

পরবর্তীতে স্থানীয়রা চালককে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

হাসিব আল আমিন/এমএসআর