ভর্তি ফির ১৮ লাখ টাকা ফেরত পেল নিহত আরিফের পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ট্রলারডুবিতে নিহত ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিফ বিল্লাহর ভর্তি ফি ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আরিফের বাবা জহিরুল হক ভূঁইয়ার কাছে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন চেকটি হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
এর আগে গত ২৭ আগস্ট বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা আরিফসহ ২৩ যাত্রী মারা যান।
নিহত আরিফের চাচা ওমর ফারুক ভূঁইয়া বলেন, দুই মাস আগে গ্রীন লাইফ মেডিকেল কলেজে ১৮ লাখ টাকা দিয়ে ভর্তি হয় আরিফ। বৃহস্পতিবার আরিফের ভর্তি ফির সম্পূর্ণ টাকা কলেজ কর্তৃপক্ষ ফেরত দিয়েছে।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/আরএআর