ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সোয়া ৪ কেজি ওজনের কাতল মাছ ধরে দুই লাখ টাকা পুরস্কার পেয়েছেন নাসির উদ্দিন নামে এক ব্যক্তি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরাইল উপজেলার বড়দেওয়ানপাড়ার দেওয়ান দিঘিতে মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পুরস্কার পান। দেওয়ান দিঘি মৎস্য চাষ সমিতি নামে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত মাছ ধরা প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে মোট ২১ জন অংশ নেন। প্রত্যেককে ২২ হাজার টাকা মূল্যের টিকিট কিনতে হয়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। সারাদিন বড়শি ফেলেও মাছের কোনো দেখা না পাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা নাসির উদ্দিন প্রতিযোগিতার শেষ সময়ে এসে ৪ কোজি ২৪০ গ্রাম ওজনের একটি কাতল মাছ পান। এই কাতল মাছ ধরার মাধ্যমে তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। পরে তাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উরশিউড়া গ্রামের শিতোষ বিশ্বাসের বড়শিতে ৪ কেজি ৬০ গ্রাম, ৩ কেজি ৭৭৫ গ্রাম ও ৩ কেজি ২১০ গ্রাম ওজনের তিনটি কাতল মাছ ধরা পড়ে। ফলে তিনি একাই দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পুরস্কার লাভ করেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার টাকা।

দেওয়ান দিঘি মৎস্য চাষ সমিতির সভাপতি ফরহাদ উদ্দিন ঠাকুর জানান, প্রতিবছর দিঘিতে মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সৌখিন লোকজন এ প্রতিযোগিতায় অংশ নেন। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজিজুল সঞ্চয়/আরএআর