মো. শাহে আলম

সিলেট বাজার করতে বের হয়ে গ্যাস ফিল্ডস লিমিটেডের ক্যাশ ও ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মো. শাহে আলম (৪৬) নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তিনি বাজার করতে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

পুলিশ জানায়, শাহে আলমের স্ত্রী মোবারকা সুরভী শাহপরাণ (রহ.) থানায় নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে। 

সাধারণ ডায়েরির আবেদনে উল্লেখ করা হয়েছে, মো. শাহে আলম শুক্রবার সকাল দশটায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গাড়িতে করে বটেশ্বর বাজারে যান। নির্দিষ্ট সময় পর কোম্পানির গাড়ি ফেরত গেলেও শাহে আলম ফেরেননি। পরে তার পরিবারের লোকজন বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সর্বশেষ শুক্রবার দুপুর বারোটার দিকে তাকে বাজারে দেখা গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।

শাহপরাণ (রহ.) থানার ওসি (তদন্ত)  ইন্দ্রনীল ভট্টাচার্য সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তুহিন আহমদ/এইচকে