এএইচএম খায়রুজ্জামান লিটন

দুর্ঘটনায় মারা যাওয়া নির্মাণশ্রমিক দুখু বিশ্বাসের পরিবারের নেমে এসছিল চরম অন্ধকার। একটা সময় থমকে যায় জীবনের চাকা। জীবনের সেই চাকা ফের ঘুরল রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ্বাস ও ছেলে রাজ বিশ্বাসের হাতে রাসিক মেয়র তুলে দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার চাবি। জীবিকার অবলম্বন পেয়ে আপ্লুত দুখু বিশ্বাসের পরিবার।

জানা গেছে, ২৩ জুন নগরীর সাগরপাড়া এলাকায় চলছিল রাসিকের ড্রেন নির্মাণকাজ। অন্য কর্মীদের সঙ্গে সেখানে কাজ করছিলেন দুখু বিশ্বাস (৫০)। একপর্যায়ে পাশের দেয়াল ধসে পড়ে শ্রমিকদের ওপরে। এতে চাপা পড়ে মারা যান দুখু বিশ্বাস। ওই দুর্ঘটনায় আহত হন আরও কয়েকজন শ্রমিক।

দুখু বিশ্বাস রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খয়রাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়ে দুখু বিশ্বাসের পরিবার।

রাসিকের ওই ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় শ্রমিক মারা যাওয়ায় ওই সময় নিহতের পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সেই নির্দেশ মেনে এই অটোরিকশা কিনে দেয় প্রতিষ্ঠানটি।

অটোরিকশা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিক কাউন্সিলর আরমান আলী, আব্দুল মমিন, আনোয়ার হোসেন আনার, তৌহিদুল হক সুমন ও শহিদুল ইসলাম প্রমুখ। 

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর