ফসলের মাঠে মানচিত্র-পতাকা আঁকলেন কৃষক রুমান
কৃষক রুমানের আঁকা মানচিত্র, জাতীয় পতাকা ও নৌকা
অপরূপ প্রকৃতির দেশ বাংলাদেশ। লাল-সবুজের দেশে ফসলের মাঠে লালশাক আর পালং শাক রোপণ করে পরম মমতায় বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও নৌকা এঁকেছেন কুলিয়ারচরের কৃষক মো. রুমান আলী শাহ।
লালশাক আর পালং শাকের চারাগুলো যত বড় হচ্ছে ততই স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র ও নৌকা। দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের মাঠে এমন শিল্পকর্ম বলে জানালেন কৃষক রুমান আলী শাহ। যে জমিতে পরম ভালোবাসায় চাষ করেন ফসল সেই জমির ফসলের মধ্যে এবার হৃদয়খচিত ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
মো. রুমান আলী শাহ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক জিন্নাত আলী মিয়ার বড় ছেলে। এক ছেলে ও এক মেয়ের বাবা ৪৩ বছর বয়সী আবদুল রুমান কৃষিকাজের সঙ্গে জড়িত। ছয় শতক জমিতে কারো সহযোগিতা ছাড়াই এঁকেছেন অনন্য এ শিল্পকর্ম।
কৃষক রুমান জানান, দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের মাঠে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ কৃষিবান্ধব। তাই বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকার পাশাপাশি একটি নৌকাও এঁকেছেন তিনি।
বিজ্ঞাপন
এলাকাবাসী ফজলুর রহমান বলেন, আমাদের মধ্যথেকে দিন দিন দেশপ্রেম উঠে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকার ছেলে রুমান যা করেছে তা দেশপ্রেমের অনন্য নজির। তরুণ প্রজন্ম এই কর্ম দেখে উজ্জীবিত হবে।
কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষক রুমান দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার লাশ শাক ও পালং শাকের ফসলের মাঠে। আর্থিক লাভবান না হলেও দূর-দূরান্ত থেকে লোকজন রুমানের শৈল্পিক কাজ দেখতে ইতোমধ্যেই আসতে শুরু করেছেন। তার কাজে কৃষি বিভাগ গর্বিত।
এসপি