বঙ্গবন্ধু সেতু এলাকায় যানবাহনের ধীরগতি

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোলপ্লাজা বন্ধ রাখায় ঢাকামুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে টোলপ্লাজা খুলে দেওয়া হয়। কিন্তু কুয়াশা না কাটায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেতুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রাত ৩টার দিকে চালু করা হলেও ভোর সাড়ে ৫টার দিকে যান চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়। যার কারণে সেতুর ওপর যান চলাচল ব্যাহত হয়। এতে সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী লেনে গাড়ির দীর্ঘ সারি দাঁড়িয়ে রয়েছে।

ঘন কুয়াশায় টোলপ্লাজা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলি আরা ঢাকা পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে সেতুর টোলপ্লাজা একাধিকবার বন্ধ রাখায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এখন টোলপ্লাজা খুলে দেওয়ায় সকাল থেকে সেতুতে ধীরগতিতে গাড়ি যাচ্ছে। গাড়ি চলাচল সচল হলেও যানজটের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে আমরা যানজট নিরসনে কাজ করছি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে এ সকল এলাকায় আজ কোনো যানজট নেই। যান চলাচল একদম স্বাভাবিক আছে।

এসপি