প্রধান শিক্ষক সাদিকুর রহমান

টাঙ্গাইলের সখীপুরে গণ‌টিকা কার্যক্রম চলা‌কা‌লে লাইনে না দাঁড়িয়ে আত্মীয়‌দের কে‌ন্দ্রে ঢুকানোর চেষ্টা করেন উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমান। এতে বাধা দেওয়ায় তিনি এক পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় মারেন। এ ঘটনায় প্রধান শিক্ষক‌ সাদিকুর রহমানকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর ) বিকেলে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।‌ এ ঘটনায় টিকাকে‌ন্দ্রে দা‌য়িত্বরত সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানিউল আলম বাদী হয়ে রা‌তে ওই শিক্ষ‌কের বিরু‌দ্ধে  মামলা করেছেন। 

এএসআই সানিউল আলম ব‌লেন, সারা‌দে‌শের ন‌্যায় সখীপু‌রেও মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বি‌শেষ গণটিকা কার্যক্রম শুরু হয়ে‌ছে। এদিন উপ‌জেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খলভা‌বে লোকজন লাইনে দাঁড়ি‌য়ে টিকা নি‌চ্ছিল। বি‌কে‌লের দি‌কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কে‌ন্দ্রের ম‌হিলা ক‌ক্ষে তিনজন‌কে জোরপূর্বক প্রবেশ কর‌ান। এ সময় বাইরে দাঁড়ি‌য়ে থাকা অন‌্যরা অভি‌যোগ ক‌রেন। প‌রে তা‌কে লাই‌নে দাঁড়ি‌য়ে থে‌কে টিকা নেওয়ার জন‌্য অনু‌রোধ করা হয়। কিন্তু তি‌নি কোনো প‌রিচয় দেওয়া ছাড়াই ধাক্কা দি‌য়ে ক‌ক্ষে প্রবেশ ক‌রেন। প‌রে এটা নি‌য়ে তর্কাত‌র্কির একপর্যা‌য়ে ওই প্রধান শিক্ষক আমাকে থাপ্পড় মা‌রেন। তখন তি‌নি ব‌লেন, ‘তুই এখানকার কে, প্রয়োজন হ‌লে আমি টিকাদান কার্যক্রম বন্ধ ক‌রে দি‌ব।’ এ ঘটনায় উপ‌স্থিত সক‌লেই হতভম্ব হ‌য়ে যান। প‌রে ঘটনা‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে অবহিত করার পর বিকেলের দি‌কে তা‌কে আটক ক‌রে থানা নি‌য়ে আসা হয়। 

তি‌নি ব‌লেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের পরামর্শ ও অনুম‌তিক্রম‌ে ওই প্রধান শিক্ষ‌কের বিরু‌দ্ধে থানায় মামলা ক‌রে‌ছি। 

আটক প্রধান শিক্ষক সাদিকুর রহমান বলেন, পরিচয় দেওয়ার পরও ওই পুলিশ কর্মকর্তা জনসম্মুখে আমার জামার কলার ধরলে আমি তাকে থাপ্পড় মারি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সেখানেই মীমাংসা হয়। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উপল‌ক্ষে গণ‌টিকা কার্যক্রম চল‌ছিল। এ সময় ব‌হেড়া‌তৈল গণ উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দা‌য়িত্ব পালন কর‌ছিলেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানিউল আলম। টিকাকে‌ন্দ্রে লাইনে না দাঁড়ি‌য়ে ওই প্রধান শিক্ষক তার আত্মীয়‌দের টিকা দি‌তে জোরপূর্বক ক‌ক্ষে প্রবেশ ক‌রেন। এ সময় বাধা দিলে দা‌য়িত্বরত পু‌লিশ কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষক থাপ্পড় মা‌রেন। এ ঘটনায় পু‌লিশ কর্মকর্তা বাদী হ‌য়ে মামলা ক‌রে‌ছেন। 

তি‌নি আরও ব‌লেন, সরকা‌রিকা‌জে বাধা ও পু‌লি‌শ সদ‌স্যকে মারধর করার মামলায় প্রধান শিক্ষক সা‌দিকুর রহমান‌কে আগামীকাল বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হ‌বে। 

অ‌ভি‌জিৎ ঘোষ/আরএআর