ভিআইপি যাবেন, তাই দোকানপাট বন্ধ করে দিল পুলিশ
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা আসবেন বলে জনগুরুত্বপূর্ণ টেবুনিয়া বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এই বাজারে হাটের দিন থাকায় দুই ঘণ্টা বন্ধ থাকে। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন দোকান ব্যবসায়ীদের।
বিজ্ঞাপন
তাদের অভিযোগ, এদিন জেলার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা সম্মেলনে যোগ দিতে পাবনার ঈশ্বরদী মহাসড়ক দিয়ে যাবেন। কিন্তু ফুটপাতের অস্থায়ী দোকানগুলো তুলে দেওয়ার অজুহাতে মহাসড়কের দুপাশের স্থায়ী মার্কেট ও দোকানগুলোও বন্ধ করে দেয় পুলিশ।
বিজ্ঞাপন
এতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকে। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় এই দুই ঘণ্টা বেচাকেনা বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষও ভোগান্তির মধ্যে পড়ে।
সরেজমিনে টেবুনিয়া বাজারে দোকানপাট বন্ধ দেখা যায়। এ সময় ব্যবসায়ীদের তাদের বন্ধ দোকানপাটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন।
পাবনা সদর থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আসিফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। দায়িত্বরত আরেক এসআই কবির হোসেন বলেন, ভিআইপি যাবেন বলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যানজট নিরসনে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দোকানপাট বন্ধের বিষয়ে আগে আমরা কিছু জানি না। সকালে এসে দেখি পুলিশ দোকানপাট বন্ধ করে দিয়েছে। এতে দুই ঘণ্টা বন্ধ থাকায় বেচাকেনা করতে না পেরে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, দোকানপাট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে ফুটপাত দখল করে যারা ভ্রাম্যমাণ দোকান বসিয়েছিল, তাদের তুলে অন্যত্র বসানোর জন্য বলা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পরে বেলা ১১টার দিকে পুলিশ দোকানপাট খুলে বসার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাকিব হাসনাত/এনএ