স্বামীর দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর
ময়মনসিংহের গৌরীপুরে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী রফিকুল ইসলাম রফিক (৫০)। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক সকালে ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকেই দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, বোন ও দুলাভাইয়ের মধ্যে কোনো বিরোধ ছিল না। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় দুলাভাই রফিক গুরুতর আহত হন। দুই মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক রোগের জন্য তিনি চিকিৎসা নিচ্ছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ অভিযুক্ত রফিককে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এসপি