শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে জামাই রক্তাক্ত
নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন জামাই রায়হান আলী। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রায়হান আলী বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিধুলী এলাকার রবিউল করিমের বাড়িতে বেড়াতে আসেন জামাই রায়হান আলী। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার শ্বশুর রবিউল করিমের সঙ্গে চাচা শ্বশুর সমশেরের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি শুরু হয়। এ সময় রায়হান তার শ্বশুর রবিউল করিমকে উদ্ধার করতে গেলে চাচা শ্বশুরের ছেলে মোশারফ হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে রায়হানের ডান হাত কুপিয়ে জখম করেন। রায়হানের শাশুড়ি ও শ্যালককেও গুরুতর আহত করেন। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিজ্ঞাপন
জামাই রায়হান আলী জানান, তার শ্বশুর ও চাচা শ্বশুরের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরেই সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। তিনি উভয়পক্ষকে নিষেধ করতে গেলে ধারালো হাঁসুয়া দিয়ে তার হাতে কোপ দেন চাচা শ্বশুরের ছেলে মোশারফ। তারপর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন ঢাকা পোস্টকে জানান, ঘটনার পর সরেজমিনে গিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
তাপস কুমার/আরআই/আরএআর