কক্সবাজারের উখিয়ার রেজুআমতলী সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত মাদক ব্যবসায়ীর নাম-পরিচয় জানাতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রেজুআমতলী সীমান্তের ৪১ নম্বরের পিলারের পাশ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছিল চার-পাঁচ জনের একটি দল। তাদের থামার সংকেত দিলে না থেমে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

মুহিববুল্লাহ মুহিব/এসএসএইচ