‘আমরা কন্যাশিশু —প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এমন প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিশু পরিবারের সম্মেলন কক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন বলেন, আমাদের রাজকন্যারা সব সময় ভালো থাকুক। কন্যাশিশুরা আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। কন্যারা ভালো থাকলে আমরা ভালো থাকব। কন্যাশিশুরা হলো সর্বোত্তম বিনিয়োগ ও সমাজের আলোকবর্তিকা। কারণ তাদের মধ্যে থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুঁজে পাই।

ইসরাত সাদমীন আরও বলেন, কন্যাশিশুদের দক্ষ করে গড়ে তুলতে হলে শিক্ষা পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, মাদকসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখে দেশের উন্নয়নের কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক দিলারা আক্তার উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএসআর