সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪৪ নমুনা পরীক্ষা করে নতুন ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৬১ শতাংশ। এ সময় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

শুক্রবার (০১ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়, সিলেটে ৭ জন, হবিগঞ্জে ৩ এবং মৌলভীবাজারে ২ জন শনাক্ত হন। সুনামগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়নি।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৯৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮১৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩৯, হবিগঞ্জে ৬ হাজার ৬২৮ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১০২ জন রয়েছেন।

করোনায় মৃত একজন সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৬৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৫৫ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৭ জন।

তুহিন আহমদ/আরআই/এমএসআর