উৎপাদনের গতি বাড়াতে দ্রুত লাইসেন্স প্রদানের অনুরোধ
'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বলেন, জেলার উৎপাদন ও বিপণন ব্যবস্থা এবং শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সমস্যাসহ লাইসেন্স প্রাপ্তিতে ধীর গতি লাগছে। এসব সমস্যা দূর করে উৎপাদনের গতি বাড়াতে দ্রুত বিভিন্ন বিভাগের লাইসেন্স প্রদানের জন্য জেলা প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগ ও দফতরের প্রতি অনুরোধ জানান তিনি।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎপাদন সংশ্লিষ্ট বিষয় সহজকরণ ও প্রয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট এসব বিষয়ে সমস্যা তুলে ধরার আশ্বাস দেন। সভায় আরো জানানো হয় এ জেলায় একটি অর্থনৈতিক জোন স্থাপনের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। এটি স্থাপন হলে এ জেলায় নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ, বাংলাদেশ সোনালী মুরগি উৎপাদন ও বিপণন সমিতির আহ্বায়ক কবির আকবর চৌধুরীসহ প্রমুখ।
বিজ্ঞাপন
চম্পক কুমার/আরআই