ফাইল ফটো

শেরপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলো, মাহমুদুল হাসান (১৫) ও রাউফুন (১০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। 

মাহমুদুল পৌরশহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে ও রাউফুন রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জঙ্গলদী এলাকার নানার বাড়িতে সপরিবারে বেড়াতে আসে মাহমুদুল ও রাউফুন। শনিবার দুপুরে সবার অজান্তে তারা বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর তীব্র স্রোতে দুজনেই ভেসে যায়। আশপাশে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এরপর স্থানীয়রা ঘণ্টা খানেক পর নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ ঢাকা পোস্টকে জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জাহিদুল খান সৌরভ/এমএএস