১২০০ পিঠা ফ্রি খাওয়ালেন লিটন
দুপুর থেকে লিটনের দোকানে ভিড় জমে মানুষের
ভ্রাম্যমাণ পিঠা বিক্রেতা লিটন বেপারী। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি কোর্টস্টেশন এলাকায় রেল লাইনের পাশে ফুটপাতে পিঠা বিক্রি করেন তিনি। পিঠা বিক্রির ২০ বছর পূর্ণ হওয়ায় ফ্রিতে পিঠা খাওয়ানোর ইচ্ছা পোষণ করেন ৪৭ বছর বয়সী এই পিঠা বিক্রেতা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ছিল ফ্রিতে পিঠা খাওয়ানোর দিন। প্রতিদিনের ক্রেতাদের অপেক্ষার প্রহর শেষ হয় দুপুরে। তখন শুরু হয় ফ্রিতে পিঠা খাওয়ার উৎসব।
বিজ্ঞাপন
দুপুর থেকে তার দোকানে ভিড় জমে মানুষের। সেই ভিড় থাকে রাত ৮টা পর্যন্ত। এদিন ১২০০ পিঠা ফ্রি খাওয়ালেন লিটন। পিঠা খাওয়া শেষে খুশি মনে সবাই বাড়ি ফেরেন।
জীবিকা নির্বাহের ফাঁকে বিশেষ দিনে এ উদ্যোগ নিয়েছেন লিটন। তার পিঠা বিক্রির ২০ বছর পূর্তি উপলক্ষে শুধু মুখে দাওয়াত দেননি, রীতিমতো আমন্ত্রণপত্র টানিয়ে দাওয়াত দিয়েছেন এই পিঠা বিক্রেতা।
বিজ্ঞাপন
ফ্রি পিঠা খেয়ে তালহা ও শাহআলম জানান, লিটন ভাই একজন বড় মনের মানুষ। তিনি তার কথা রেখেছেন। সেই সকাল থেকে পিঠা খাওয়ানোর প্রস্তুতি নিয়েছেন। সবাইকে খুশি মনে পিঠা খাওয়ালেন তিনি। এত ছোট ব্যবসা হওয়া সত্ত্বেও বড় উদ্যোগ নিয়ে বড় মনের মানুষের পরিচয় দিয়েছেন তিনি।
পিঠা বিক্রেতা লিটন বেপারী ঢাকা পোস্টকে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া; আমি আমার কথা রাখতে পেরেছি। ফ্রিতে পিঠা খাওয়ানো বড় কথা নয়, মানুষ যে ভালোবেসে আমার কাছে আসে সেটাই বড় পাওয়া। ভোর থেকে সব আয়োজন সম্পন্ন করে রেখেছি। পাঁচ চুলায় ১২ শতাধিক পিঠা মানুষকে খাওয়ালাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পরিবার নিয়ে একটু ভালো থাকতে পারি।
এএম