বজ্রপাতে শেষ সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের আমুরদি গ্রামের ৬৫ বছর বয়সী কৃষক হাবিবুর রহমান। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোয়াল ঘরের ভেতরেই বজ্রপাতে পুড়ে মারা গেছে তার গাভি দুটি।

গাভি দুটির দুধ বিক্রি করেই ৬ সদস্যের সংসার চালাতেন হাবিবুর রহমান। কিন্তু উপার্জনের একমাত্র অনুষঙ্গ হারিয়ে মহাচিন্তায় পড়েছে তার পুরো পরিবার।

বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন হাবিবুর রহমান। এ বয়সে কোনো ভারী কাজও করতে পারছিলেন না তিনি। তাই এনজিও থেকে ঋণ নিয়ে গরু দুটি কিনেন তিনি।

কৃষক হাবিবুর রহমান বিলাপ করে বলেন, আমি গরিব মানুষ হওয়ায় বৃদ্ধ বয়সে গরু দুটির দুধ বিক্রি করেই সংসার চালাতাম। এখন কীভাবে কি করব মাথায় আসছে না। আল্লাহ আমার এ কী করলো?

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, বৃদ্ধ কৃষক হাবিবুর সংসার চালাতো ওই গাভি দুটির দুধ বিক্রি করে। উনার অনেক বয়স হওয়ায় তিনি কিছু করতে পারতেন না। এখন তার সংসার কীভাবে চলবে এটা সত্যিই চিন্তার বিষয়। 

এমএএস