বগুড়া সদর উপজেলায় মাটিডালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লালমিয়ার (৫৫) বিরুদ্ধে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর নাক ফাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। 

আহত ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম রামু হরিজন। তিনি পৌরসভায় অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। এ ঘটনায় আহতের বাবা শহরের কলোনি এলাকার জীবন চন্দ্র হরিজন রাত সাড়ে ৭টায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, রামু অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। সকাল ১০টায় তিনি মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় প্রধান শিক্ষক লালমিয়া দ্রুত ময়লা পরিষ্কার করতে বলেন। তবে ময়লার ভ্যান ভরে যাওয়ায় রামু প্রধান শিক্ষককে পরের বার ময়লা নিবে বলে জানান। রামু এ কথা বলার পর প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার নাকে বেলচা দিয়ে আঘাত করেন। তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে রামু। পরে প্রধান শিক্ষক লালমিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

অভিযুক্ত মাটিডালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে উনার স্ত্রী কল রিসিভ করে জানান তিনি বাহিরে আছেন। 

বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু বলেন, একজন প্রধান শিক্ষক কীভাবে এমন কাজ করেন আমার বোধগম্য নয়। ঘটনার পরে আমিসহ স্থানীয়রা রামুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার নাকে ১২টি সেলাই দিতে হয়েছে। আমি চাই এর বিচার হোক। 

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া বলেন, আমরা পরিচ্ছন্নতাকর্মীর আঘাত পাওয়ার বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

আরআই