চেক জালিয়াতির মামলায় ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে এক বছরের জেল ও ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রায় ঘোষণা করেন। তবে, রায়ের সময় মনিরুজ্জামান মামুন উপস্থিত ছিলেন না। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নুরুল হক। তিনি জানান, পূর্ব সম্পর্কের সূত্রে মো. কামরুল ইসলামের কাছ থেকে ২৪ লাখ টাকা ধার নেয় ছাত্রলীগ নেতা মামুন। পরে আলোচনার মাধ্যমে কামরুল ইসলামকে ভালুকা ন্যাশনাল ব্যাংকের অধীনে ১৮ লাখ টাকার একটি চেক প্রদান করে ওই ছাত্রলীগ নেতা। কিন্তু পরবর্তীতে মামুনের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। 

এ ঘটনায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী কামরুল ইসলাম ওরফে চাঁন মিয়া বাদী হয়ে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে এক বছরের জেল দেওয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করেন আদালত। 

উবায়দুল হক/এমএএস