বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি হাবিব উন-নবী খান সোহেলের মা আখতার বানু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।

আখতার বানু দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি প্রয়াত শিক্ষাবিদ ও কারমাইকেল কলেজের অধ্যাপক নুরুননবী খানের সহধর্মিণী ছিলেন।

হাবিব উন-নবী খান সোহেলের মায়ের মৃত্যুর খবরে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ দলের নেতাকর্মীরা রংপুর নগরীর গুপ্তপাড়ার বাড়িতে ভিড় জমান। সেখানে তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শনিবার (০৯ অক্টোবর) বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরীর নুরপূর করবস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

এদিকে আখতার বানুর মৃত্যুতে শোক জানিয়েছে রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফরহাদুজ্জামান ফারুক/এসপি