রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মোহাম্মদ সায়েফের মোবাইল নম্বর ক্লোন করে শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র।

শনিবার (০৯ অক্টোবর) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইউএনও ফাহমি মোহাম্মদ সায়েফ। তার ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।

ইউএনও জানান, তার সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র শনিবার দিনভর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করেছে। এ ছাড়া ভয়ভীতি, হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন করে সতর্ক করে দেওয়া হয়।

এ ছাড়া মুঠোফোন নম্বর ক্লোন হওয়ার বিষয়টি সবাইকে জানাতে সদর উপজেলার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা পোস্ট করা হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রকে শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীর সামসুজ্জামান/এসপি