সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে বর্তমান সরকারের যে লক্ষ্যমাত্রা— তা পূরণে মসিক সব সময় আন্তরিক। আমরা কর্ম ও নাগরিক জীবন ব্যবস্থাকে সাবলীল করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

সম্প্রতি একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়ন ও সার্বিক কর্মপরিকল্পনার বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র টিটু বলেন, নগর উন্নয়নে জনদাবি মাথায় রেখে নানাবিধ কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে। যানজট নিরসন, সড়ক প্রশস্তকরণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বিনোদন ব্যবস্থা গড়ে তোলা জনদাবির মধ্যে রয়েছে ৷ এছাড়াও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক নগর ভবন গড়ে তোলা, স্বাস্থ্য-শিক্ষা-পরিবেশ উন্নয়নের বিষয়গুলো মাথায় রেখে মসিক কাজ করে যাচ্ছে।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মসিক সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহাসহ কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এমএসআর