লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা নদী বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে জানান, জব্দ হওয়া জাল জনসমক্ষে আগুনে পুড়ে ফেলা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, কোস্টগার্ডের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার মেঘনা নদী সাজু মোল্লার ঘাট, আলতাফ মাস্টার ঘাট, সমিতি বাজার, বেড়িবাঁধ ও কাটাখাল এলাকায় মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ও ইলিশ রেখে জেলেরা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রমগুলোয় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

হাসান মাহমুদ শাকিল/এনএ