ফাইল ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাস প্রতিরোধের প্রথম টিকা পেতে যাচ্ছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। আগামী ৮ ফেব্রুয়ারি তাদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে বিভাগের প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত বছর করোনাভাইরাস শুরুর পর থেকেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শুধু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সকল ব্যবস্থা আছে। রোগীদের সেবা দিতে গিয়ে এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রন্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। তাই তাদের আগে করোনা টিকা দেওয়া হবে। 

জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে টিকা দিয়ে পর্যবেক্ষণ করে ৮ ফেব্রুয়ারি সিলেটসহ সারাদেশে টিকাদান শুরু হবে। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট অফিস সূত্রে জানা গেছে, টিকাদান শুরুর আগে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি এ প্রশিক্ষণ হবে। ৮ ফেব্রুয়ারির পর পর্যায়ক্রমে সিলেট বিভাগে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ঢাকা পোস্টকে বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে শামসুদ্দিনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আগে করোনার টিকা পাবেন। পুরো সিলেটে টিকাদানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

এসপি