নিহত মদু বিশ্বাস

পাবনার সুজানগরে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মদু বিশ্বাস (৫৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিনগর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মদু বিশ্বাস সুজানগরের দুলাই ইউনিয়নের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেঁয়াজের ব্যবসা করতেন। পাশাপাশি কৃষিকাজের সঙ্গেও জড়িত ছিলেন। 

আহতরা হলেন- একই এলাকার তুষার (২৫), হালিম (৪২), আবু হোসেন (৩৬) ও  লিটন মোল্লা (২৮)। 

নিহত মদু বিশ্বাসের ভাতিজা তুষার মাহমুদ জানান, দুপুরে দুলাই বাজারে পেঁয়াজ বিক্রি করে কাঁচাবাজার কিনে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মদু বিশ্বাস। অটোরিকশাটি শান্তিনগর বাজার মোড়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মদু বিশ্বাসের মৃত্যু হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা আরও চারজন আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, সিএনজিচালক এলাকায় ‘ফাউল সুমন’ নামে পরিচিত। সে নেশাগ্রস্ত অবস্থায় সিএনজি চালায়। এর আগেও তার সিএনজির ধাক্কায় একাধিক মানুষ নিহত হয়েছেন বলেও দাবি করেন তুষার। 

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাকিব হাসনাত/আরএআর