বেগমগঞ্জ পরিদর্শনে ঢাবির শিক্ষক প্রতিনিধিদল
নোয়াখালীর ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষকের প্রতিনিধিদল। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ড. রহমত উল্লাহর নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার ঘটনাস্থল পরিদর্শন করে তারা।
ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষক নেতারা।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ড. মো. রহমত উল্লাহ বলেন, আমরা ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। যারা এমন ঘৃণ্য অপরাধ করেছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্তরা যেন সুষ্ঠু বিচার পায়, সে জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব।
এ সময় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষক ড. শফিউল আলম ভূইয়া, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার, শিক্ষক সমিতি সদস্য ড. চন্দ্রনাথ পোদ্দার, প্রভোস্ট ড. লাফিফা জামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
একই সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির (নীল দল) ৫০ সদস্যের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
এ সময় শিক্ষক সমিতির (নীল দল) সভাপতি অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও শিক্ষক সমিতির (নীল দল) সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে তাদের গ্রেফতারে প্রশাসনের কাছে অনুরোধ করেন।
হাসিব আল আমিন/এনএ