সাড়ে ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক বাস, সাড়ে তিনশ পণ্যবাহী ট্রাক এবং শতাধিক ব্যক্তিগত ছোট গাড়ি নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর থেকে নৌরুট পারাপারে অপেক্ষামাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করেছে কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীতে কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া ফেরিঘাট থেকে পরীক্ষামূলকভাবে দুটি ফেরি যাত্রী ও যানবানহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য রওনা দিয়েছে। নদীতে ঘন কুয়াশার কারণে ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, নৌরুট পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে রাতে ফেরি বন্ধ থাকায় নৌরুট পারাপারে আসা যানবাহন ও যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়ছেন।

এসপি