আটক আনিছুর রহমান

রংপুরের মিঠাপুকুরে দুই কন্য শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আনিছুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার ময়েনপুর পশ্চিম তিলকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক আনিছুর রহমান বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের দুলা শাহের ছেলে।

জানা গেছে, আনিছুর রহমান ওই দুই কন্যা শিশুকে ফুঁসলিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যান। ময়েনপুর পূর্বপাড়া এলাকায় পৌঁছালে দুই শিশুর চিৎকারে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অপহরণকারীকে আটক করে। 

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে আনিছুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আটক আনিছুর রহমানের বিরুদ্ধে অপহরণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হবে। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর