বিজয় দিবসে বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দর
ফাইল ছবি
বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বুধবার (১৬ ডিসেম্বর) বন্দরে সব আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে করোনা প্রার্দুভাবের শুরু থেকেই ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, বিজয় দিবস উপলক্ষে বন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী বুধবার বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকবর আলী বলেন, বন্দরে প্রতিদিন রাজস্ব আদায় হচ্ছে গড়ে আড়াই কোটি টাকা। বুধবার ছুটি থাকায় সেদিন বন্দরের কোনো কার্যক্রম হবে না।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক বিশ্বজিত সরকার বলেন, করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কবে চালু হবে— সে বিষয়ে আমার জানা নেই।
বিজ্ঞাপন
এমএসআর