ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে আনুমানিক ছয় বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে পেয়ে হেফাজতে নিয়েছে পুলিশ। শিশুটি তার নাম খায়রুল ও বাবার নাম ওবায়দুর বললেও ঠিকানা বলতে পারছে না।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে তাকে পাওয়া যায়। পরে ভাঙ্গা থানা পুলিশের ফেসবুক পেজে খবরটি শেয়ার করা হয়। বর্তমানে শিশুটি ভাঙ্গা থানা হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা থানা এলাকার মুনসুরাবাদ বাসস্টান্ডে শিশুটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ এসে শিশুটিকে তাদের হেফাজতে নেয়। ভাঙ্গা থানা পুলিশের ফেসবুক পেজেও খবরটি শেয়ার করা হয়েছে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, শিশুটি তার নাম খায়রুল ও বাবার নাম ওবায়দুর ছাড়া কোনো কিছু আমাদের বলতে পারেনি। শিশুটিকে স্বাভাবিক মনে হয়নি। সে বাকপ্রতিবন্ধী।

কেউ তাকে চিনে থাকলে বা কোনো খোঁজ দিতে পারলে থানার ০১৭১২৩৩৫৭৫৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন ওসি।

এনএ